আমার জীবনের লক্ষ্য রচনা Class 2-8

আমার জীবনের লক্ষ্য রচনা স্কুলের পরীক্ষায় প্রায় এসে থাকে, তাই সুন্দর ভাবে সহজ সরল ভাষায় আমার জীবনের লক্ষ্য রচনা বর্ণনা করা হল।

ভূমিকা

সবারই জীবনের একটি লক্ষ্য থাকে। আমার বয়স এখন খুবই কম। জীবনের সঠিক লক্ষ্য স্থির করার সময় এখনও হয়তো আমার আসেনি। ভবিষ্যতে আমি কি হতে চাই—এই হতে চাওয়াটাই আমার মনে আমার হাতে নেই। কারণ, আমি চাইলেই তো হবে না, এখন যা প্রতিযোগিতার যুগ— সবকিছুই নির্ভর করে পরিবেশ পরিস্থিতি ও সুযোগের উপর। তবে আমি বড় হয়ে চিকিৎসক হবার স্বপ্ন দেখি।

চিকিৎসক হবার কারন

আমাদের দেশের বেশির ভাগ মানুষই গরিব। বহু লোক তাদের অসুখ-বিসুখে ঠিক মতো চিকিৎসা করাতে পারে না। কারণ টাকার অভাব। অনেকে আবার বিনা চিকিৎসায় মারা যায়। শহরের তুলনায় গ্রামের অবস্থা আরও খারাপ। সেখানে হাসপাতাল নেই। ভাল ডাক্তার নেই। কারণ ভাল ডাক্তার গ্রামে যেতে চান না। কিন্তু আমি গ্রামে যাব। গ্রাম এবং গ্রামের মানুষদের আমার ভাল লাগে৷

চিকিৎসক হয়ে আমার কর্তব্য

চিকিৎসক হয়ে আমি গ্রামে যাব। সেখানে থেকে গরিব অসহায় মানুষদের অল্প পারিশ্রমিকে, প্রয়োজনে বিনা পয়সায়, চিকিৎসা করব। সামর্থ মতো ওষুধ দেব। তাতে তারা বিনা চিকিৎসায় মারা যাওয়ার অভিশাপ থেকে বাঁচবে। গ্রামের মানুষের বেশির ভাগই অশিক্ষিত। স্বাস্থ্য রক্ষার নিয়মকানুন তারা জানে না। আমি তাদের সে সম্পর্কে শিক্ষা দেব। তাতে তারা অনেক রোগের হাত থেকে রক্ষা পাবে। তাদের মুখে হাসি ফুটবে।

উপসংহার

আমি জানি না, চিকিৎসক হওয়ার স্বপ্ন আমার সফল হবে কিনা। তবে আমি জানি যথাসাধ্য চেষ্টা করব। আমার বাবা-মাকে বলেছি। তাঁরা এখন থেকেই এবিষয়ে খুব একটা গুরুত্ব না দিলেও আমার সঙ্গে একমত। তাই তাঁরাও আমাকে ডাক্তার হতে সাহায্য করবেন। আমিও তাই মন দিয়ে পড়াশুনা করছি। আশা করি আমার লক্ষ্য পূরণে আমি সমর্থ হবই।

আরও দেখুনঃ

আমার প্রিয় খেলা রচনা

পুরী ভ্রমণের অভিজ্ঞতা রচনা 

একটি গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা রচনা

Leave a Comment