মানবসভ্যতা যত আধুনিক প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ হয়েছে তত পৃথিবীর বুকে নেমে এসেছে পরিবেশ দূষণের অভিশাপ। যান্ত্রিক আধুনিকতায় দীক্ষিত হওয়ার প্রয়াসে মানুষ ধ্বংস করেছে বনভূমি, দূষিত করেছে নদী ও জলপথ এবং কালো ধোঁয়ায় ঢেকে দিয়েছে আকাশকে। কিন্তু এর ফলাফল একদিকে যেমন মানবজীবনের সুযোগসুবিধাকে বৃদ্ধি করেছে অন্যদিকে তেমনিই পৃথিবীকে ঘোর সংকটের সম্মুখীন করে তুলেছে। এই সংকট হল বিশ্ব উষ্মায়ন অথবা পৃথিবীর সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি।
বিশ্ব উষ্ণায়নের প্রভাব
১. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরও বেশি করে গলবে।
২. বরফ-গলা জল সমুদ্রজলে যুক্ত হয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করবে।
৩. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য সমুদ্রের জল ফুলে উঠবে। তাই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে।
৪. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে উপকূলের নীচু এলাকা জলমগ্ন হবে। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ফিলিপিন্স প্রভৃতি দেশের উপকূলভাগের বিরাট এলাকা জলপ্লাবিত হবে।
৫. উপকূলের নীচু এলাকা প্লাবিত হওয়ার ফলে ওই এলাকার কৃষিজমি, জনবসতি, বন্দর প্রভৃতির ক্ষতি হবে।
৬. উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য দাবানলের ঘটনা বাড়বে। বনভূমি নষ্ট হবে।
৭. তাপমাত্রা বৃদ্ধির কারণে স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস হবে। অনেক বিরল প্রজাতির গাছ নিশ্চিহ্ন হবে। উপকূলবর্তী এলাকায় বাদাবন বা ম্যানগ্রোভ অরণ্যের অপূরণীয় ক্ষতি হবে।
৮. তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে হ্রদ, নদী, প্রস্রবণে সুপেয় জলের জোগান কমে যাবে।
৯. তাপমাত্রা বৃদ্ধির জন্য সালোকসংশ্লেষের হার বাড়বে। কৃষিজ পণ্যের মধ্যে ধান, গম, তুলো, পাট, সয়াবিন, ওট, বার্লি, তামাক-এর উৎপাদন হ্রাস পাবে।
১০. তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে হৃদরোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, ভাইরাল এনকেফেলাইটিস, পীতজ্বর, ফাইলেরিয়া প্রভৃতি রোগের বিশ্বব্যাপী প্রকোপ বাড়বে।
১১. বাস্তুতন্ত্র ও সমগ্র জীবজগতের অপূরণীয় ক্ষতি হবে।
FAQ:-
1. বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে?
গ্রিন হাউস গ্যাসের পরিমান বৃদ্ধি পাওয়ার পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাছে , যার ফলস্বরুপ বিশ্ব উষ্ণায়ন ঘটছে।
2. বিশ্ব উষ্ণায়নের তিনটি কারণ কি?
বিশ্ব উষ্ণায়নের তিনটি কারণ হল – জীবাশ্ম জ্বালানির দহন, নাইট্রোজেন সারের অতিরিক্ত ব্যবহার, ক্লোরোফ্লুরোকার্বন বৃদ্ধি ।
3. উষ্ণায়ন কী?
পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়াই হল উষ্ণায়ন।
আরও দেখুনঃ