মুখ পদ পরিবর্তন করলে কি হবে? | মুখ পদান্তর

এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর সাধন। পাঁচ রকমের পদের মধ্যে সর্বনাম পদ তো বিশেষ্য পদেরই অন্য রূপ (কারণ, একই বিশেষ্য পদকে বারে বারে না বসিয়ে তার বদলে সর্বনাম পদ বসানো হয়)।আমরা বলতে পারি বিশেষ্য পদকে বিশেষণে এবং বিশেষণ পদকে বিশেষ্যে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর সাধন। মুখ পদ পরিবর্তন করলে কি হবে তা নিচে বলা হল।

মুখ পদ পরিবর্তন করলে হবে “মৌখিক“। মুখ একটি বিশেষ্য পদ এবং মুখ এর বিশেষণ পদ হল মৌখিক।

আরও দেখুনঃ

সূর্য পদ পরিবর্তন 

পাহাড় পদ পরিবর্তন

শিক্ষা পদ পরিবর্তন 

Leave a Comment