মাদার টেরেসার জীবনী | Mother Teresa Biography in Bengali

মাদার তেরেসা রচনা 

Mother Teresa Biography in Bengali স্কুলের যে কোন ক্লাসের পরীক্ষায় এসে থাকে তাই সুন্দর ও সহজ সরল ভাবে আমরা মাদার টেরেসার জীবনী সম্পর্কে আলোচনা করলাম।

সূচনা

 মানব চরিত্রের শ্রেষ্ঠ গুন সেবা দিয়ে যারা মানব সমাজে অমরত্বের আসন লাভ করে নিয়েছেন মাদার টেরেসা তাদের মধ্যে অন্যতম । মাদার টেরেসা বিশ্বজননী। তিনি পীড়িত, বেদনার্ত, নিরন্ন, আর্ত মানুষের মমতাময়ী মা। তাঁর মমতার মাধ্যমেই মানুষ খুঁজে পায় বাঁচার পথ।

জন্ম ও বংশপরিচয়

  ১৯১০ খ্রিস্টাব্দের ২৬শে আগস্ট তিনি জন্মগ্রহণ করেন আলবেনিয়ার অন্তর্গত স্কোপিয়ে নামক একটি ছোট্টো শহরে। বাবা-মা মেয়েটির নাম রেখেছিলেন অ্যাগনেস- অ্যাগনেস গঙকসা বোজাস্কহিউ। অ্যাগনেসের বাবা নিকোলাস  ছিলেন দয়ালু ও দানশীল। অ্যাগনেসের মা ড্রানাফিল বার্নাই ছিলেন এক ধর্ম-পরায়ণা মহিলা।

শিক্ষাজীবন

১৯১৯ খ্রিস্টাব্দে মাত্র ৭ বছর বয়সেই বাবকে হারান। মায়ের কাছে বড়ো হন। ছোটৌবেলা থেকেই বালিকা অ্যাগনেসের উপর বিশেষ করে তাঁর সন্ন্যাসিনী জীবনে তাঁর মায়ের পভাব পড়েছিল। সেক্রেড হাট চার্চ স্কুলের গন্ডি পেরিয়ে অ্যাগনেস ভর্তি হয়েছিলেন সরকারি স্কুলে। তখন থেকে দারিদ্র লাঞ্ছিত ভারতবাসীর জন্য  এবং ভারতবর্ষ সম্পর্কে তাঁর মনে ছিল কৌতূহল।

কর্মজীবন  

আঠারো বছর বয়সে তিনি চলে আসেন কলকাতায় এবং এন্টালির সেন্ট মেরি স্কুলে ভূগোল এবং দর্শনের শিক্ষিকা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে অ্যাগনেসের মনের মধ্যে হঠাৎ ভাবান্তর ঘটে যায়। তিনি বুঝতে পারেন, এখন থেকে বাকি জীবন তাঁকে সাধারণ মানুষের সেবায় উৎসর্গ করতে হবে। ১৯৫১ খ্রিস্টাব্দে মিশনারিজ অব চ্যারিটি স্থাপন করেন।

স্বীকৃতি

 তাঁর নিরলস ও নিঃস্বার্থ সেবার জন্য ১৯৬২ খ্রিস্টাব্দে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী পুরষ্কার, ১৯৭৯ খ্রিস্টাব্দে তিনি শান্তির জন্যে পৃথিবী বিখাত নোবেল পুরস্কারে পান। ১৯৮০ খ্রিস্টাব্দে ভারত সরকার তাঁকে ভারত- রত্ন সম্মানে ভূষিত করেছিলেন।

মৃত্যু  

 ১৯৯৭ খ্রিস্টাব্দের ৫ই সেপ্টেম্বর কলকাতায় তিনি পরলোকগমন করেন। তাঁর মৃত্যুতে সারা পৃথিবী শোকাভিভূত হয়েছিল।

উপসংহার

 বিশ্ব জননী মাদার টেরেসা ছিলেন কলকাতার অহংকার। তাঁর গড়া অসংখ্য প্রতিষ্ঠান এখনও অনাথ শিশুদের পালন করছে, দরিদ্রতম মানুষের পাশে এসে দাড়াচ্ছে। মাদার টেরেসা আজ আমাদের মধ্যে না থাকলেও বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের বেদিতে তিনি আজও অবস্থান করেছেন।

মাদার তেরেসা সম্পর্কে ১০ টি বাক্য

1.মাদার তেরেসা 1910 সালে 26শে আগস্ট যুগোশ্লাভিয়ার কোপেজ শহরে এক কৃষক পরিবারে জন্ম হয়।

2. তার পূর্বনাম অ্যাগনেস গঙকসা বোজাস্কহিউ।

3. মাত্র ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন মিশনারী হিসাবে যোগদান করেন সিস্টার্স অব লোরেটো সংস্থায়।

4. তার পিতার নাম ছিলো নিকোলাস এবং মাতা ড্রানাফিল বার্নাই।

5. মাদার তেরেসা ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভূত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক।

6. তিনি ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান এবং ১৯৮০ সালে ভারতরত্ন পান।

7. মাদার তেরেসা ১৯৬২ সালে পদ্মশ্রী পুরস্কার পান।

8. ১৯৩১ সালের ২৪শে মে তিনি সন্ন্যাসিনী হিসাবে প্রথম শপথ গ্রহন করেন।

9. ১৯৯৭ সালে ৫ ই সেপ্টেম্বর মাদার তেরেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। 10.মাদার তেরেসা শুধু ভারতবর্ষের মানুষ নয় সকল বিশ্বের মানুষের কাছে স্মরনীয়।

FAQ:

1.মাদার তেরেসার আসল নাম কি?

মাদার তেরেসার আসল নাম  ছিল আঞ্জেজি গনসে বোজাক্সহিউ।

2.মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন?

আলবেনিয়ার অন্তর্গত স্কোপিয়ে নামক একটি ছোট্টো শহরে।

3.মাদার তেরেসা কোথায় শিক্ষকতা করতেন?

মাদার তেরেসা কলকাতার সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতা করতেন।

আরও পড়ুন

স্বামী বিবেকানন্দের রচনা

নেতাজি সুভাষচন্দ্র বসু রচনা

Leave a Comment