আমাদের বিদ্যালয় রচনা | Amader vidyalaya Class 1-10

ভূমিকা

 বিদ্যালয় আমাদের সকলের কাছে এক পরম ভালোবাসার জায়গা । এখানে আমাদের রোজ বন্ধুদের সাথে দেখা হয়। আমরা পড়াশুনো থেকে শুরু করে খেলাধূলা  সবকিছু নিয়ে প্রায় প্রতিদিনকার বেশীরভাগ সময়ই বিদ্যালয়ে কাটাই। আমাদের শিক্ষক শিকিারা বিদ্যালয়ের সমস্ত কাজে আমাদের সাহায্য করে থাকেন। বিদ্যালয় থেকে দু-একদিনের ছুটি যেমন আমরা পছদ করি ঠিক তেমনি বহুদিন বিদ্যালয় থেকে দূরে থাকা আমাদের অপছন্দের।

অবস্থান

আমি যে বিদ্যালয়ে পড়ি তার নাম মাতঙ্গিনী হাজরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়। এটি পূর্বমেদনীপুর জেলায় আবস্থিত। আমি এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ‘ক’ বিভাগের ছাত্র।

প্রতিষ্ঠা

আমাদের বিদ্যালয়টি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার   নামানুযায়ী বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে মাতঙ্গিনী হাজরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়।

বিদ্যালয়ের বর্ণনা

আমাদের বিদ্যালয়টি ৩ তলা ভবন। নিচ তলা ও ওপর তলা মিলে এতে মোট ৪০টি কক্ষ আছে। প্রতিটি শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের বসার জন্য বেঞ্চ এবং শিক্ষকদের বসার জন্য চেয়ার আছে। প্রত্যেক শ্রেণিকক্ষের এক কোণে একটি করে ব্ল্যাকবোর্ড টাঙানো আছে। বিদ্যালয়ের গৃহের মধ্যখানে প্রধান শিক্ষকের কক্ষ। অন্যান্য কক্ষগুলোর মধ্যে একটিতে সহকারী প্রধান শিক্ষক ও অন্যাগুলোতে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য ব্যবহৃত হয়।

শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী

আমাদের বিদ্যালয়ে ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা ২০০০ হাজার শিক্ষার্থী আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন শিক্ষাবিদ ও সমাজসেবক। অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণও উচ্চশিক্ষিত অভিজ্ঞ।

লেখাপড়া

আমাদের বিদ্যালয়ে বছরে ৩টি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতি সপ্তাহে ৩/৪টি শ্রেণিপরীক্ষা নেওয়া হয়।

ফলাফল

ভালো ফলাফলের জন্য বিদ্যালয়টি পূর্বমেদনীপুর জেলার মধ্যে খুব সুনাম অর্জন করেছে। এ বিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী অকৃতকার্য হয় না। বিদ্যায়ের শিক্ষা পদ্ধতি খুবই উন্নতমানের ও আধুনিক।

উপসংহার

আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক অত্যন্ত মধুর। তারা অতি যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পাঠদান করেন ও তাদের পড়াশোনার মন ভালো করার জন্য উৎসাহ দেন।  আমি এ বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি।

ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা 

আমাদের বিদ্যালয় সম্পর্কে ১০টি বাক্য

১. আমার বিদ্যালয়ের নাম মাতঙ্গিনী হাজরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়।

২. আমাদের বিদ্যালয়টি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়।

৩. আমাদের বিদ্যালয়টি পূর্বমেদনীপুর জেলায় আবস্থিত।

৪. আমাদের বিদ্যালয়ে ৩৫ জন শিক্ষক-শিক্ষিকা যারা সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকে।

৫. আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন শিক্ষাবিদ ও সমাজসেবক।

৬. আমাদের বিদ্যালয়টি ৩ তলা ভবন। নিচ তলা ও ওপর তলা মিলে এতে মোট ৪০টি কক্ষ আছে।

৭.  আমাদের বিদ্যালয়ে একটি বড় বাগান আছে যেখানে সকল ছাত্রছাত্রীরা একসাথে চারা রোপণ ও পরিচর্যা করে।

৮.  আমাদের বিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রী অকৃতকার্য হয় না।

৯. ভালো ফলাফলের জন্য বিদ্যালয়টি জেলার মধ্যে খুব সুনাম অর্জন করেছে।

১০. আমি এ বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করি।

আরও পড়ুনঃ

আমাদের গ্রাম রচনা 

একটি শীতের সকাল রচনা

Leave a Comment