জল দূষণের কারণ ও ফলাফল

এই পৃথিবীর প্রায় 71 শতাংশ জলভাগ হলেও সেই জলের 1 শতাংশেরও কম হল সুপেয় জল। তাই মানুষের সরাসরি ব্যবহারের জন্য জলের জোগান আসলে খুব কম। এই অবস্থায় আমাদের অনেক বেশি সচেতন হওয়া দরকার, যাতে সামান্য যেটুকু জল মানুষ ব্যবহারের জন্য পায়, তা যেন ব্যবহারযোগ্য হয়। দূষণমুক্ত হয়।

জলদূষণের কারণগুলি

জল নানা কারণে দূষিত হয়। যেমন—

১. ঘর-গৃহস্থালির দৈনন্দিন আবর্জনা জলকে দূষিত করে।

২. শিল্পজাত আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশে গেলে জল দূষিত হয়।

৩. কৃষিজাত আবর্জনার জন্য জল দূষিত হয়।

৪. বৃষ্টির পরে জনবসতি থেকে ধুয়ে আসা ময়লা জলের কারণে জল দূষণ ঘটে।

৫. ডিটারজেন্ট-এর প্রভাবে জল দূষিত হয়।

৬. সমুদ্রজলে ভাসমান তেল সমুদ্রজলকে দূষিত করে।

৭. অ্যাসিড বৃষ্টিও জলকে দূষিত করে।

৮. জলের তাপ বৃদ্ধি পেলে জল দূষিত হয়।

৯. জলে রোগজীবাণু বৃদ্ধি পেলে জল দূষণ ঘটে।

১০. জলে গবাদি পশু স্নান করালে এবং মল মুত্র ত্যাগ করলে জল দুষিত হয়।

কোন উপায়ে ভূপৃষ্ঠে জলদূষণ ঘটে?

ভূপৃষ্ঠে জলদূষণের প্রধান উপায় বা মাধ্যমগুলি হল—

১ . নর্দমার দূষিত জল যা ডিটারজেন্ট এবং দূষণকারী জৈব ও অজৈব পদার্থে সমৃদ্ধ।

২. বৃষ্টির পরে জনবসতি, কৃষিজমি ধুয়ে বেরিয়ে আসা নোংরা জল (এই জলে কীটনাশক, রাসায়নিক সার, ভাসমান কঠিন কণা ইত্যাদি থাকে)।

৩ .শিল্পজাত বর্জ্য জল (যা তেল, অজৈব অ্যাসিড, ক্লোরাইড, অ্যামোনিয়া, ফেনল ইত্যাদি রাসায়নিকে দূষিত)।

৪. অ্যাসিড বৃষ্টি (যার প্রধান উপাদান হল সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড)। 

 ৫. সমুদ্র জলে বর্জ্য পদার্থের নিক্ষেপ (বসতি ও শিল্পজাত আবর্জনা উপকূলবর্তী এলাকার অগভীর সমুদ্রে এবং অত্যন্ত দূষিত, ক্ষতিকর বর্জ্য ও তেজস্ক্রিয় পদার্থ গভীর সমুদ্রে ফেলার জন্য ওই স্থানের জল দূষিত হয়)।

 ৬. জাহাজ ডুবি বা জাহাজ দুর্ঘটনা (এর ফলে প্রচুর হাইড্রোকার্বন এবং জৈব দূষিত পদার্থ সমুদ্র জলে দূষণ ঘটায়)।

জল দূষণের ফলাফল

জল দূষণ মানব জীবন তথা পরিবেশের ওপর ভয়াভয় প্রভাব ফেলছে। জল দূষণের ফলাফল গুলি হল-

১. দূষিত জল থেকে টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা, আন্ত্রিক, পেট খারা, টিবি হেপাটাইটিস ,চর্মরোগ আর্সেনিক দূষণ প্রভৃতি রোগ মহামারি আকার ধারণ করতে পারে।

২. অ্যাসবেস্টস জাতীয় রাসায়নিক পদার্থে দূষিত জল থেকে অ্যাসবেসটোসিস, ক্যানসার, lung cancer  প্রভৃতি রোগ হতে পারে।

৩ .দূষিত জলে কৃষিকাজ করা হলে ব্যাকটিরিয়া ও মাটির মধ্যে বসবাসকারী জীবাণুর (micro- organism) ক্ষতি হয়। এতে মাটির উর্বরতা হ্রাস পায়।

৪ .দূষিত ভৌমজল মাটিতে ক্ষারের পরিমাণ বৃদ্ধি করে।

৫. দূষিত জলে উদ্ভিদের শারীরবৃত্তিয় পরিবর্তন ঘটে। ফলে শস্যের গুণগত মান নষ্ট হয়। কৃষি উৎপাদন ব্যাহত হয়।

৬. সমুদ্রজলে ভাসমান তেলের আস্তরণ সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের ক্ষতি করে এবং মাছের উৎপাদন কমে যায়।

৭ .জলদূষণের জন্য সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত।

বায়ু দূষণের ১০টি কারণ

FAQ:-

1. জল দূষণের ফলে কি কি হতে পারে?

জল দূষণের ফলে মানুষের বিভিন্ন রকম রোগ হতে পারে যেমন- টাইফয়েড, জন্ডিস, আমাশয়, কলেরা, আন্ত্রিক, পেট খারা, টিবি হেপাটাইটিস প্রভৃতি।

2. জল দূষণ কি class 6?

জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে, তবে জলের সেই খারাপ অবস্থাকে জলদূষণ বলে।

3. জল দূষণের প্রধান কারণ কি কি?

জল দূষণের প্রধান কারণ গুলি হল- শিল্পজাত আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশে গেলে, সমুদ্রজলে ভাসমান তেল, অ্যাসিড বৃষ্টি , কৃষিজাত আবর্জনা প্রভৃতি।

Leave a Comment