এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর সাধন। পাঁচ রকমের পদের মধ্যে সর্বনাম পদ তো বিশেষ্য পদেরই অন্য রূপ। আমরা বলতে পারি বিশেষ্য পদকে বিশেষণে এবং বিশেষণ পদকে বিশেষ্যে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর সাধন।
দেশ এর পদ পরিবর্তন করলে হবে “দেশজ”। দেশ একটি বিশেষ্য পদ এবং দেশ এর বিশেষণ পদ হল দেশজ।
১. দেশ শব্দের বিশেষণ কি?
দেশ শব্দের বিশেষণ হল দেশীয়।
২. দেশ কথার অর্থ কি?
দেশ কথার অর্থ হল কোন বিশাল জায়গা বা রাষ্ট্র।