একটি গাছ একটি প্রাণ রচনা Class 2-8

নমস্কার বন্ধুরা, আজ আমরা একটি গাছ একটি প্রাণ রচনা সুন্দর ভাবে সহজ সরল ভাষায় উপস্থাপন করছি আশা করছি সবার ভালো লাগবে।

ভূমিকা

পৃথিবীতে মানুষ সৃষ্টির আগেই গাছের সৃষ্টি হয়েছে। মানুষ তার সৃষ্টিলগ্ন থেকে গাছের কাছে থেকে বহু উপকার পেয়ে আসছে । গাছ মানব সমাজের অস্তিত্ব পৃথিবিতে টিকিয়ে রাখার জন্য  গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করেছে। বিভিন্ন বৃক্ষ সমৃদ্ধ অরন্যের কাছ থেকে মানুষ পেয়েছে আশ্রয়, ক্ষুধার উপকরন ও নানা রোগের ঔষধ। গাছের জন্যই আমাদের জীবন সম্ভব হয়েছে। গাছ কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড সালফার ডাই অক্সাইড এর মত নানা বিষাক্ত গ্যাস শোষণ করে বায়ুমন্ডলে গ্যাসের ভারসাম্য বজায় রাখে।

গাছকাটা ও তার পরিনাম

যে গাছ মানুষের জীবনের সঙ্গে জড়িত সেই গাছকেই হত্যা করার জনা মানুষ উঠে পড়ে লেগেছে । বাসস্থান বা কলকারখানা তৈরির জনা । সেই সঙ্গে নিছক ব্যবসায়িক স্বার্থেও মানুষ অরনাকে নির্বিচারে ধ্বংস করে ফেলছে  প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য। দূষিত হয়ে উঠেছে বায়ু। বন্যা ও অনাবৃষ্টির মূলেও রয়েছে গাছ কাটার প্রভাব।

বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা

বৃক্ষরোপন করা ছাড়া পৃথিবীকে বাচাবার অন্য কোনো উপায় নেই । গাছ কাটার ফলে বেড়ে গেছে ভূমিক্ষয় । ভূমিক্ষয় রোধ করতে বৃক্ষরোপন একান্ত জরুরি। অতিবৃষ্টি অনাবৃষ্টির হাতথেকে  রক্ষা পেতে হলে পরিবেশ দূষন প্রতিরোধ করতে হলে বৃক্ষরোপন করতেই হবে। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গাছ তা শুষে নেয়। তার পরিবর্তে সে আমাদের দেয় অক্সিজেন। একটি গাছ তার জীবনে যে পরিমান অক্সিজেন দেয় তার মূল্য  অপরিসীম। এইজন্য বলা হয় “একটি গাছ একটি প্রান”।

উপসংহার

শুধু গাছ লাগানো নয় গাছকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও সবস্তরের মানুষের সক্রিয় হওয়া প্রয়োজন না হলে বৃক্ষোরোপন কেবল একটি উৎসব মাত্র হয়ে থাকবে । বৃক্ষরোপন আজ মানুষের কাছে আত্মরক্ষারই অন্য নাম মানুষই পারে এই পৃথিবীর বুকে মরুবিজয়ের পতাকা ওড়াতে।

আরও দেখুনঃ

বাংলার ঋতু বৈচিত্র্য রচনা

বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব রচনা

দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার রচনা

Leave a Comment