ভূমিকা
আধুনিক বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার হলো মোবাইল ফোন। দ্রুত যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ফোন সবার কাছে জনপ্রিয়।
মোবাইল ফোনের প্রচলন
উনিশ শতকে বিজ্ঞানী গ্রাহাম বেল সর্বপ্রথম দূরে অবস্থিত মানুষের কথাবার্তা টেলিফোনের মাধাছা আদান প্রদান সক্ষম হন।এর আরো সহজ ব্যবহার প্রচেষ্টা থেকে আবিষ্কৃত হয় মোবাইল ফোন৷জার্মানিতে প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় 1996 সালে।
উপকারিতা
যোগাযোগ ব্যবস্থায় মোবাইল ফোন যুগান্তকারী পরীবর্তন এনেছে । গতিশীল মানবজীবন নিশ্চীত করতে এটি অত্যাবশ্যকীয় যোগ। যোগ মাধামে পরিনত হয়েছে । দূর-দূরান্তে অবস্থিত মানুষের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মুহূর্তের মধ্যে অবহিত হওয়া যায় এই যন্ত্রের মাধ্যমে । বর্তমান উন্নত ও আকর্ষনীয় মোবাইলগুলোতে গান শোনা, সিনেমা দেখা ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং প্রভৃতি ফাংশন অন্তভুক্ত করা হয়েছে । এটি সহজে বহনযোগ্য হওয়ায় সব সময় কাছে রাখা যায়।
অপকারিতা
মোবাইল ফোন অনেক ক্ষেত্রেই বিনোদনের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হচ্ছে এতে বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের পড়া- শোনার ব্যাপক ক্ষতি হচ্ছে । এছাড়া এর অতিরিক্ত ব্যবহারের ফলে বেড়িয়েশনের মাত্রা বেড়ে চলেছে -এই রেডিয়েশন মানবদেহের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ৷ চোখ প্রভৃতিতে ক্রিয়া করে অপূরণীয় ক্ষতিসাধন করছে।
উপসংহার
যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো মোবাইল ফোন। মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুলেছে৷
আরও দেখুনঃ