নদী রচনা স্কুলের ছোটোদের পরীক্ষায় এসে থাকে তাই নিচে সুন্দর ভাবে সহজ সরল ভাষায় নদী রচনা এবং নদী সম্পর্কে ৫টি বাক্য বর্ণনা করা হল।
সূচনা
যে জলস্রোত পাহাড় ও পর্বত থেকে বের হয়ে নানা দেশের ভিতর দিয়ে সাগরে বা হ্রদে গিয়ে মেশে তাকে নদী বলে। আমাদের দেশে গঙ্গা, ব্রক্ষ্মপুত্র, সিন্ধু, গোদাবরী, কাবেরী প্রভৃতি অনেক নদী আছে।
নদীর বর্ণনা
নদীর গতি নিম্নদিকে প্রবাহিত হয়। নদী প্রধানত দুরকমের হয়। ১। বরফগলা জলে সৃষ্ট নদী। ২। বৃষ্টিপাতে সৃষ্ট নদী। ভারতের উত্তরের নদীগুলি হিমালয়ের বরফগলা জলে পুষ্ট, যেমন—গঙ্গা, সিন্ধু, যমুনা ইত্যাদি। এগুলিতে সারাবছর জল থাকে। ভারতের দক্ষিণের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট। যেমন—দামোদর, অজয় প্রভৃতি। বর্ষাকালে এই নদীগুলিতে প্রচুর জল হয়।
উপকারিতা
নদীর জল দিয়ে চাষ আবাদ হয়। নদীর জলে স্নান করা হয়। নদীর ধারে বড় বড় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র গড়ে উঠে। অনেকে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নদীতে বন্যা আসলে বহু জমি প্লাবিত হয়। সেই জলে জমিতে যে পলি পড়ে তাতে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।
অপকারিতা
নদীর দ্বারা যেমন উপকার পাওয়া যায় তেমন আবার ক্ষতিও হয়। নদীতে কুমির, হাঙ্গর প্রভৃতি জলজন্তু প্রতি বৎসর বহুপ্রাণীর প্রাণনাশ করে থাকে। তা ছাড়া নদীতে নৌকাডুবি হওয়ার ফলে বহুলোক অকালে প্রাণ হারায়। বর্ষায় নদীর জলে দুই কুল ভেসে গিয়ে বন্যা হয়। ওই বন্যার ফলে শস্যের ক্ষতি হয় ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়। এমনকি মানুষ ও গবাদি পশুদের জীবন নষ্ট হয়ে যায়। বন্যার ফলে দেশে দুর্ভিক্ষ ও মহামারী দেখা দেয়।
উপসংহার
সৃষ্টির আদি দিন থেকে নদী মানুষের বন্ধু। সভ্যতা ত্বরান্বিত হয়েছে নদীর জন্যই। নদীর তীরেই প্রথম কৃষিভূমি গড়ে উঠেছিল। পরিবহণও প্রথম হয়েছিল নদীর বুকেই। তাই নদী যাতে দূষিত না হয়, এর ধারা যাতে অব্যাহত থাকে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে।
নদী সম্পর্কে ৫টি বাক্য
১. যে জলস্রোত পাহাড় ও পর্বত থেকে বের হয়ে নানা দেশের ভিতর দিয়ে সাগরে বা হ্রদে গিয়ে মেশে তাকে নদী বলে।
২. নদী প্রধানত দুরকমের হয় যথা বরফগলা জলে সৃষ্ট নদী এবং বৃষ্টিপাতে সৃষ্ট নদী।
৩. নদীর গঠন অনুযায়ী নদীকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন প্রধান নদী, উপনদী, শাখানদী ইত্যাদি।
৪. নদীর তীরেই প্রথম কৃষিভূমি গড়ে উঠেছিল।
৫. নদীর জল দিয়ে চাষ আবাদ হয়। নদীর জলে স্নান করা হয়। নদীর ধারে বড় বড় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র গড়ে উঠে। অনেকে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে।
আরও দেখুনঃ