গাছ আমাদের বন্ধু রচনা প্রতিটি ক্লাসের পরীক্ষায় ক্ষেত্রে গুরুত্ব পূর্ণ ।তাই সহজ সরল ভাষায় গাছ আমাদের বন্ধু রচনাটি বর্ণনা করা হল।
সূচনা
গাছ হল মানুষের পরমবন্ধু পৃথিবীতে মানুষের আগেই গাছের আবির্ভাব হয়েছিল, আদিম মানুষ ছিল অরণ্যচারী।গাছই আমাদের দিয়েছিল আশ্রয়, খাদ্য। নানাভাবে রক্ষা করেছিল তাদের প্রান। তাই মানুষের সঙ্গে গাছের সম্পর্ক চিরকালের তবুও মানুষ নিজেদের প্রয়োজলে বৃক্ষছেদন করে নিজেদের সর্বনাশ ডেকে আনছে।
প্রয়োজনীয়তা
গাছ আমাদের নিত্য প্রয়োজনীয় নানা জিনিস সরবরাহ করে জ্বালানি, যানবাহন, শিল্প ও আসবাব পত্রের কাঠ, খাদ্য ও রোগীর পথ্য হিসাবে ফল এবং পূজা ও সৌন্দর্যের উপকরন হিসাবে ফুল এমনকি পাতা ও নানা কাজে ব্যবহৃত হয় তাছাড়া উদ্ভিজ তেল, তারপিন, আঠা, ভেষজ, রঞ্জক পদার্থ ইত্যাদি ও পাওয়া যায় গাছ থেকে ।
উপকারিতা
গাছ ভূমিক্ষয় রোধ করে এবং জমির উর্বরতা বৃদ্ধি করে এর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। গাছ বৃষ্টি পাতের পরিমান বৃদ্ধি করে। আমাদের জীবন ধারনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে গাছ অপর দিকে বায়ুমণ্ডলের বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড(CO2) শোষন করে গাছ পরিবেশ দূষন মুক্ত করে ।
বৃক্ষচ্ছেদনের কারণ
আমরা পৃথিবীর লোভী মানুষেরা সম্পদের লোভে গাছ কেটে চলেছি নির্বিচারে। বন কেটে বসতি গড়ে তুলছি। বৃক্ষ হত্যায় মানুষের জুড়ি নেই। তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়ছে। পরিবেশ তাই এত দূষিত যে তাতে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারনে বন বিনষ্ট হয়। এর মধ্যে অন্যতম কারন হল দাবানল।
বৃক্ষচ্ছেদনের ফলাফল
পৃথিবীতে গাছ যত কমছে, তত পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। ঋতুর পরিবর্তন ঘটছে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ঝড়বৃষ্টি নিম্নচাপ ক্রমশই বেড়েই চলছে। ভূমিক্ষয় বেড়ে যাচ্ছে, পরিবেশ দূষন অতি সাংঘাতিক ভাবে বেড়ে যাচ্ছে মানুষ আক্রান্ত হচ্ছে নানারকম দুরারোগ্য ব্যাধিতে। পৃথিবী থেকে গাছ ধ্বংস হয়ে গেলে পশু পাখি মানুষ সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে।
বৃক্ষচ্ছেদন নয়, বৃক্ষরোপন
বনমহোৎসবে বৃক্ষরোপণই শেষ কথা নয়। শিশু জন্ম হওয়ার পরে মাতা তাকে পরম যত্নে লালনপালন করে বড়ো করে তোলেন। তেমনি শিশু বৃক্ষকেও সযত্ন পালনে বড়ো করে তোলা প্রয়োজন। সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বনমহোৎসব প্রতি বছর প্রতিপালিত হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর রোপিত বৃক্ষ যাতে বিনষ্ট না হয়, সেদিকে কারও লক্ষ থাকে না আজকের দিনের স্লোগান হওয়া উচিত ‘গাছ লাগাও, প্রাণ বাঁচাও। বৃক্ষ সংরক্ষণের জন্য সকলের কণ্ঠে ধ্বনিত হওয়া উচিত ‘বৃক্ষচ্ছেদন নয়, বৃক্ষরোপণ ।
উপসংহার
গাছ বাঁচলে তবেই মানুষসহ অন্য প্রাণীরা বাঁচবে নতুবা মানব সভ্যতা নিঃশেষ হয়ে যাবে। তাই আমাদের সকলকে সচেতনভাবে গাছকে রক্ষা করতেই হবে। তবেই নিজেদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। WWFএর লক্ষ্য “পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় বন্ধ করা এবং এমন একটি ভবিষ্যত গড়ে তোলা যেখানে মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করতে পারে”।
আরও পরুনঃ