কুকুরের রচনা

সূচনা

কুকুর একটি স্তন্যপায়ী গৃহপালিত জন্তু। ইহা মানুষের কাছে সবচেয়ে বিশ্বাসী প্রাণী বলে আখ্যা দেওয়া হয়৷ অনেক মানুষ কুকুর পোষে থাকে৷

বিবরণ

কুকুরের চারটি পা, দুইটি চোখ দুইটি কান ও একটি বাঁকা লেজ থাকে। সারা শরীর লোমে ঢাকা থাকে। এদের ঘ্রাণশক্তি প্রখর এবং ধারালো দাঁত থাকে। কুকুরের দাঁত এবং নখ খুবই তীক্ষ্ণ হয়। এবং এর সাহায্যে ওরা শিকার করে এবং তাদের শত্রুদের সঙ্গে লড়াই করে।

প্রজাতি এবং আবরণ

কুকুর বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। যেমন -আমেরিকান পিটবুল, জাপানি কুকুর, আফগান হাউন্ড, ইন্ডিয়ান পেরিয়া ইত্যাদি। প্রকারভেদে বিভিন্ন কুকুর হিংস্র এবং সাহসী হয়ে থাকে। পৃথিবীর প্রায় সব দেশে বিভিন্ন রঙের কুকুর দেখতে পাওয়া যায়। কিন্তু সাধারণত সাদা, কাল, লাল, বাদামি এই রং এর কুকুর সবচেয়ে বেশি পাওয়া যায়।

খাদ্য

কুকুর একটি মাংসভোজী প্রাণী। মাংস জাতীয় খাবার তাদের প্রিয়। তদুপরি, মানুষের দেওয়া বিভিন্ন খাদ্য তাহারা খেয়ে থাকে৷

উপকারিতা

কুকুর মানুষের বিভিন্ন কাজে আসে৷ মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রাণী হওয়ার জন্য তাহারা পাহারা দেওয়ার কাজ করে। তাছাড়া কুকুর দিয়ে শিকার করা হয়। এবং বিভিন্ন সার্কাসে কুকুরের সাহায্যে অনেক কাজ সাধন করা হয়৷

উপসংহার

কুকুর মানুষের একটি উপকারি জন্তু। মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রাণী তাই আমাদেরকে কুকুরের প্রতি যত্ন নেওয়া উচিত। কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, তাই অনেকে কুকুর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলেন।

গরু রচনা

FAQ:-

1. কুকুর কি ধরনের প্রাণী?

কুকুর মাংসাশী স্তন্যপায়ী প্রানি।

2. একটি কুকুর কত বছর বাঁচে?

কুকুরের গড় আয়ু ১০-১৩ বছর।

3. কুকুর প্রথম কোথায় গৃহপালিত হয়?

সাইবেরিয়ায় প্রথম কুকুর গৃহপালিত হিসাবে ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ

বিশ্ব পরিবেশ দিবস রচনা

আমাদের গ্রাম রচনা

Leave a Comment